Site icon Jamuna Television

ডুবোজাহাজ থেকে উদ্ধার হলো ২ টনের বেশি কোকেন

প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ডুবোজাহাজ থেকে ২ টনের বেশি কোকেন উদ্ধার

ছবি: সংগৃহীত

প্রশান্ত মহাসাগরীয় উপকূলে অভিযান চালিয়ে ২ টনের বেশি কোকেন উদ্ধার করলো কলম্বিয়া। জব্দকৃত মাদকের বাজারমূল্য ৬৮ মিলিয়ন ডলারের বেশি।

কর্তৃপক্ষ জানায়, একটি ডুবোজাহাজ থেকে এগুলো উদ্ধার করে কলম্বিয়ার নৌবাহিনী। ১৫ মিটার ডুবোজাহাজ নিয়ে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকূল থেকে মাদক পাচারের চেষ্টা করছিলো চোরাকারবারীরা। লক্ষ্য ছিল মধ্য আমেরিকা।

তবে গোপন তথ্যের ভিত্তিতে অভিযানে যায় মাদক বিরোধী টাস্কফোর্স ‘পোসেইডন’র সদস্যরা। ছোট ডুবোজাহাজটি ঘিরে ফেলে তারা। উদ্ধার করে মাদকের শতাধিক বস্তা। ২ হাজারের বেশি কোকেনের প্যাকেট পাওয়া যায়।

অভিযানে দুই কলম্বিয়ান ও এক বিদেশি নাগরিককে আটক করা হয়। নারিনো প্রদেশের উপকূলে আটকে রাখা হয়েছে ডুবোজাহাজটি।

এনএনআর/

Exit mobile version