Site icon Jamuna Television

ঘরে ফিরছে হারিয়ে যাওয়া হাতির পাল

খাবার দিয়ে পথ দেখিয়ে বাড়ি ফেরানো হচ্ছে চীনের হাতিদের।

অবশেষে নিজ আবাসের পথে চীনের হারিয়ে যাওয়া হাতির পাল। আজ রোববার (৯ আগস্ট) ইউনান প্রদেশে আবাসস্থলের ২শ’ কিলোমিটারের মতো দূরত্বে পৌঁছেছে তারা।

গতকাল শনিবার (৮ আগস্ট) রাতে প্রমত্তা ইউয়ানজিয়াং নদী পাড়ি দেয় আলোড়ন তৈরিকারী ওই হাতির পাল। এখন তারা এগিয়ে যাচ্ছে জিশুয়াংবান্নার দিকে। প্রাদেশিক সরকার ও চীনের বন বিভাগের বিবৃতি অনুযায়ী, সঠিক পথে আছে হাতিগুলো।

এছাড়া বর্তমান অবস্থানও হাতির আবাসের জন্য উপযোগী বলে জানান চীনের বিশেষজ্ঞরা। গত বছর দিক ভুলে নিজ আবাস ছেড়ে প্রায় ৫শ’ কিলোমিটার উত্তরে চলে যায় ১৪টি হাতির ওই দলটি। পথ হারিয়ে কুনমিং শহর পর্যন্ত পৌঁছে যায় তারা। পরে আবার দক্ষিণের দিকে যাত্রা শুরু করে তারা। হাতিদের নিরাপদ যাত্রা নিশ্চিতে মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। খাবার দিয়ে সঠিক পথের দিকে নেয়া হয় হাতিগুলোকে। বাড়িতে ফেরাতে ড্রোনের মাধ্যমে তদারকিও করা হয় তাদের।

/এসএইচ

Exit mobile version