Site icon Jamuna Television

আজ যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সাকিব

ছবি: সংগৃহীত

আজ (৯ আগস্ট) রাতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন সাকিব আল হাসান। অস্ট্রেলিয়া সিরিজ শেষে পাওয়া প্রায় ২ সপ্তাহের ছুটি কাটাতে পরিবারের কাছে যাচ্ছেন সাকিব।

আজ সন্ধ্যা ৬টায় সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচ শেষে রাত ৪টা ২৫ মিনিটে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে যুক্তরাষ্ট্র পাড়ি দেবেন সাকিব। ছুটি কাটিয়ে নিউজিল্যান্ড সিরিজের আগে দেশে ফিরবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড ক্রিকেট দল আগামী ২৪ আগস্ট আসবে বাংলাদেশ সফরে। সেই দিনই শুরু হবে বাংলাদেশের দলের ক্রিকেটারদের কোয়ারেন্টাইন।

Exit mobile version