Site icon Jamuna Television

বাংলাদেশকে ১১.৪ মিলিয়ন ডলার সহযোগিতা দিবে যুক্তরাষ্ট্র

করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশকে সহযোগিতা দিবে যুক্তরাষ্ট্র। ছবি: সংগৃহীত

করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশকে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি’র মাধ্যমে আরও ১ কোটি ১৪ লাখ মার্কিন ডলার সহযোগিতা দিবে যুক্তরাষ্ট্র।

সোমবার (৯ আগস্ট) ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পেজে লেখা হয়, নতুন এই তহবিল বাংলাদেশকে জীবন-রক্ষাকারী চিকিৎসা ও অক্সিজেন সরবরাহ পেতে সহায়তা করবে। পাশাপাশি কোভিড-১৯ টিকাদান প্রচারাভিযান প্রচেষ্টাকে আরও ত্বরান্বিত করবে।

যুক্তরাষ্ট্র সরকার মহামারির শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ৯৬ মিলিয়ন ডলারেরও বেশি সহায়তা দিয়েছে এবং বাংলাদেশিদের স্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশ সরকার ও অন্যান্য অংশীদারদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে চলেছে।

এছাড়াও, ইতোমধ্যে বাংলাদেশকে ৫৫ লাখ ডোজ মডার্নার টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি দেশব্যাপী জাতীয় টিকা প্রচারাভিযান কার্যক্রম পরিচালনার সামর্থ্য বৃদ্ধিতে সহায়তা করেছে দেশটি।

Exit mobile version