Site icon Jamuna Television

৩৪ টি রোহিঙ্গা ক্যাম্পে একযোগে ‍শুরু হচ্ছে টিকা প্রদান কার্যক্রম

কক্সবাজারের ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পে শুরু হতে যাচ্ছে টিকা প্রদান কর্মসূচি।

কক্সবাজারের ৩৪ টি রোহিঙ্গা ক্যাম্পে আগামী ১০ আগস্ট থেকে একযোগে শুরু হচ্ছে করোনার টিকা প্রদান কর্মসূচি। ক্যাম্পের ৫৬ টি কেন্দ্রে এই টিকা দেয়া হবে। কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান রোহিঙ্গা ক্যাম্পে টিকাদান কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেন।

প্রথম দফায় ৫৫ বছরের ঊর্ধ্বে ৪৮ হাজার রোহিঙ্গাকে করোনা টিকা দেয়া হবে। পাশাপাশি একই সময়ে ক্যাম্পের মাঝি, মসজিদের ইমাম এবং টিকাদানের কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবকদেরও টিকা প্রদান করা হবে।

কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান জানান, রোহিঙ্গাদের টিকা দিতে সরকার নীতিগতভাবে সিদ্বান্ত নিয়েছে। আগামী ১০ আগস্ট থেকে ক্যাম্পগুলোতে টিকাদান কর্মসূচি শুরুর দিন ঠিক করা হয়েছে।

ডা. মাহাবুব আরও বলেন, প্রথম দফায় ৫৫ বছরের বেশি প্রায় সাড়ে ৪৮ হাজার রোহিঙ্গাকে টিকা দেয়া হবে। পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পে যারা টিকা কার্যক্রমের সাথে যারা জড়িত থাকবেন তাদের সুরক্ষার বিষয়টি মাথায় রেখে বিশেষ করে মাঝি, মসজিদের ইমাম এবং স্বেচ্ছাসেবকদেরও টিকা দেয়া হবে। এসব মানুষের সংখ্যা প্রায় ১৮ হাজার।

কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা নয়ন জানান, রোহিঙ্গা ক্যাম্পে টিকাদানের জন্য টিকাদানকর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণসহ আনুষাঙ্গিক সব ধরনের কাজ সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যে শিবিরগুলোতে টিকাদানের জন্য প্রতি টিমে চার-পাঁচজন করে ১৮৬টি টিম প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা হয়েছে।

শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের স্বাস্থ্য সমন্বয়কারী ডা. আবু তোহা জানান, আরআরআরসি অফিসের হিসাব অনুযায়ী নিবন্ধিত প্রায় সাড়ে আট লাখ রোহিঙ্গার মধ্যে সাড়ে ৪৮ হাজার রোহিঙ্গা আছেন, যাদের বয়স ৫৫ বছরের বেশি। প্রথম ধাপে তাদের টিকা দেয়া হবে।

কক্সবাজারের উখিয়া-টেকনাফে ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গাদের মধ্যে গতকাল ৭ আগস্ট পর্যন্ত ২ হাজার ৬৩২ জন
করোনায় আক্রান্ত হয়েছেন এবং এদের মধ্যে ২৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তিনি।

/এসএইচ

Exit mobile version