Site icon Jamuna Television

অর্ধেক বাস চলাচলের বিষয়টি আন্তঃজেলার ক্ষেত্রে প্রযোজ্য: মন্ত্রিপরিষদ সচিব

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। ফাইল ছবি

অর্ধেক বাস চলাচলের বিষয়টি আন্তঃজেলার ক্ষেত্রে প্রযোজ্য বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। শহরে যেন বেশি বাস প্রবেশ না করে সেজন্য এই পদক্ষেপ বলে জানান তিনি।

সোমবার (৯ আগস্ট) দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে এই তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব।

তিনি বলেন, অর্ধেক বাস চলাচলের বিষয়টি জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী তদারকি করবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। করোনা পরিস্থিতিতে পর্যটন ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।

মন্ত্রিপরিষদ সভায় জাতীয় জাদুঘর আইন, চিড়িয়াখানা আইন ও সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট আইন-২০২১ এর খসড়ারও নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। মন্ত্রিসভায় ৬ অক্টোবরকে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে।

ইউএইচ/

Exit mobile version