Site icon Jamuna Television

অলিম্পিক শেষে দেশে ফিরে শুনলেন বোনের মৃত্যু সংবাদ

ছবি: সংগৃহীত

অলিম্পিক শেষে দেশে ফিরেই বোনের মৃত্যু সংবাদ শুনলেন ভারতীয় অ্যাথলেট ধনলক্ষী শেখর। বাড়ি ফেরার আগেই কান্নায় ভেঙে পড়েন তিনি।

জাপানে থাকা অবস্থায় মারা যান ধনলক্ষীর বোন। কিন্তু তার মা ঊষা মেয়ের পারফরম্যান্সের কথা ভেবে সে কথা জানাননি। দেশে ফিরে সব জানার পর নিজেকে আর আটকে রাখতে পারেননি ধনলক্ষী। কারণ, স্প্রিন্টার হওয়ার পেছনে বড় অবদান রেখেছিলেন তার মা ও বোন।

এর আগে টোকিও অলিম্পিকের ৪ গুণিতক ৪০০ মিটার মিক্সড রিলে দলে অতিরিক্ত খেলোয়াড় হিসেবে ছিলেন ধনলক্ষী।

Exit mobile version