Site icon Jamuna Television

নিজেদের সর্বনিম্ন রানের রেকর্ড গড়লো অজিরা

ছবি: সংগৃহীত

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এরই মধ্যে সর্বনিম্ন রান করেও ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে বাংলাদেশ। এবার অস্ট্রেলিয়াকে তাদের টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সর্বনিম্ন রানে অল আউটও করে ফেললো টাইগাররা!

৬২ রানে অলআউট হয়ে কেবল ৬০ রানের বড় ব্যবধানে ম্যাচই হারেনি অস্ট্রেলিয়া, নিজেদের সর্বনিম্ন রানের রেকর্ডটিকেও নতুন করে লিখলো আরেকবার।

শুধু সর্বনিম্ন রানই নয়, সবচেয়ে কম বল খেলার রেকর্ডও এদিনই করে ফেলেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিরুদ্ধে মাত্র ১৩.৪ ওভারে ৬২ রানে অলআউট হয়ে একই সাথে সর্বনিম্ন রান ও সর্বনিম্ন বল খেলার অস্ট্রেলীয় রেকর্ড গড়লো তারা।

শেষ ১৪ রানে ৭ উইকেট হারিয়ে শুধু ম্যাচ থেকেই ছিটকে যায়নি অজিরা, অপ্রত্যাশিত দুটি রেকর্ডও করেছে তারা। এর আগে টি-টোয়েন্টিতে অজিদের সর্বনিম্ন সংগ্রহ ছিল ৭৯। ২০০৫ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৪.৩ ওভারে এই রান সংগ্রহ করেছিল তারা।

Exit mobile version