Site icon Jamuna Television

এমন কঠিন কন্ডিশনে কখনোই খেলিনি: ম্যাথু ওয়েড

ম্যাচ শেষে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন অস্ট্রেলিয়া অধিনায়ক ম্যাথু ওয়েড।

নিজেদের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউট হবার সাথেই শেষ হলো অস্ট্রেলিয়ার বাংলাদেশ সিরিজ। সাকিব-সাইফুদ্দিনদের দারুণ বোলিংয়ে মাত্র ৬২ রানে অলআউট হবার মাধ্যমে ৬০ রানে শেষ ম্যাচ হারলো অজিরা, সিরিজ হারলো ৪-১ ব্যবধানে।

বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে সিরিজে প্রাপ্তির খাতায় তরুণদের পারফরম্যান্সকেই রাখছেন অজি অধিনায়ক ম্যাথু ওয়েড। ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় ওয়েড জানান, এমন কঠিন কন্ডিশনে খেলার অভিজ্ঞতা আগে হয়নি তার। এছাড়া এর আগে যতো প্রতিকূল কন্ডিশনেই খেলেছেন তারা, তার মধ্যেও মিরপুর আসবে সবার আগে।

এই সিরিজটা ছিল দলের তরুণ ক্রিকেটারদের জন্য শেখার একটা দারুণ জায়গা, বলেছেন ওয়েড। তিনি কোনো অজুহাত দিতে চান না। বললেন, ওয়েস্ট ইন্ডিজে খেলে আমরা বাংলাদেশে এসেছিলাম। দুটি জায়গার পিচ ও কন্ডিশন একদমই ভিন্ন। তবে কোনো অজুহাত দিতে চাই না আমি। সত্যিই ভালো ক্রিকেট খেলতে পারিনি। আমরা পেশাদার ক্রিকেটার। তাই ভিন্ন দেশে এবং ভিন্ন কন্ডিশনে মানিয়ে নেয়াটা আমাদের কাজের মধ্যেই পড়ে।

শেষ ভাগে ম্যাথু ওয়েড বলেন, বাংলাদেশ দারুণ খেলেছে। তারাই সকল কৃতিত্বের দাবিদার।

Exit mobile version