Site icon Jamuna Television

‘তাড়াতাড়ি শেষ করেন, অনেকদিন পর বাসায় যাবো’

সেই জিম্বাবুয়ে সফর থেকেই ঘরের বাইরে। ঈদ করেছেন হারারেতেই পরিবার-পরিজন ছাড়াই। স্বাভাবিকভাবেই বাড়ি ফিরতে মুখিয়ে আছেন টাইগাররা। তারই প্রতিফলন পাওয়া গেল স্ট্যাম্পের পেছনে দাঁড়ানো নুরুল হাসান সোহানের কথায়।

“সাকিব ভাই তাড়াতাড়ি আউট করেন, অনেক দিন পর বাসায় যাব।” স্ট্যাম্পের পেছনে দাঁড়িয়ে বলছিলেন দীর্ঘদিন বাড়ি না ফেরা টিম টাইগারের উইকেট রক্ষক নুরুল হাসান সোহান। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা তখন নিয়মিত বিরতিতে উপহার দিয়ে যাচ্ছিলেন নিজেদের উইকেট। আর বল হাতে আক্রমণে ছিলেন দ্যা নাম্বার ওয়ান সাকিব আল হাসান। এমন সময়ে নিজের বাড়ি ফেরার প্রবল ইচ্ছে একদম স্বতঃস্ফূর্তভাবেই প্রকাশ করেন সোহান।

হ্যাঁ, আজ বাড়ি ফিরবে টাইগাররা, বিজয়ীর বেশে ট্রফি হাতে। দ্যা মাইটি অজিদের ৪-১ ব্যবধানে হারিয়েই। অনেকদিন পর শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে টাইগারদের মধুরেণ সমাপয়েৎ, এবার বাড়ি ফেরা যেতেই পারে।

/এসএইচ

Exit mobile version