Site icon Jamuna Television

চমকে ভরা কিউইদের বাংলাদেশ সফরের স্কোয়াড!

ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। এছাড়াও, আসন্ন পাকিস্তান, ভারত সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্যও দল ঘোষণা করেছে ব্ল্যাক ক্যাপসরা।

বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড। ব্ল্যাক ক্যাপসদের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনকে রাখা হয়নি স্কোয়াডে। যেখানে ব্ল্যাক ক্যাপসদের নেতৃত্ব দিবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল দলে না থাকা টম ল্যাথাম। তার নেতৃত্বে এক ঝাঁক নতুন মুখ নিয়ে বাংলাদেশে আসবে কিউইরা।

শুধু অধিনায়ক উইলিয়ামসনই নয়, বাংলাদেশ ও পাকিস্তান সফরে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পুরো স্কোয়াডের কাউকেই রাখেনি তারা। যদিও ভারতের বিপক্ষে সিরিজে খেলবে বিশ্বকাপের পুরো স্কোয়াড।

বাংলাদেশ সফরের নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দল: টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালান, হামিশ বেনেট, টম ব্লান্ডেল, ডগ ব্রাসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি,স্কট কাগেলেইন, কুল ম্যাকনি, হেনরি নিকোলস, অ্যাজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র , বেন সিয়ারস, ব্লেয়ার টিকনার, উইল ইয়ং।

বিশ্বকাপ ও ভারত সফরের নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দল: ডেভন কনওয়ে, মার্টিন গাপটিল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, টিম সেইফার্ট, মার্ক চাপম্যান, ড্যারেল মিচেল, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, টড অ্যাস্টল, ইশ সোধি, কাইল জেমিসন, ট্রেন্ট বোল্ট, লুকি ফার্গুসেন, টিম সাউদি, অ্যাডাম মিলনে (চোট সাপেক্ষে বাড়তি সদস্য)।

Exit mobile version