Site icon Jamuna Television

উইকিপিডিয়াতেও সেরা শাহরুখ

সারা বিশ্বের মানুষ কোনো কিছু খুঁজতে হলে প্রথমে উইকিপিডিয়াতেই সন্ধান করে। সাফল্যের যাত্রায় এবার মুক্ত বিশ্বকোষ উইকি’র সেরা তালিকায় নাম লেখালেন বলিউড তারকা শাহরুখ খান।

পঞ্চতিপর এই ভারতীয় সিনে তারকা অানুষ্ঠানিকভাবে উইকিপিডিয়ার ‘সবচেয়ে বেশি সন্ধান করা তারকাদের’ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন। তিনি পেছনে ফেলেছেন আন্তর্জাতিক সুপার স্টার টম ক্রুজকে। এই তালিকায় প্রথম স্থানে রয়েছেন কিম কারদেশিয়ান।

বর্তমানে আনন্দ এল রাই-এর জিরো সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন বলিউড বাদশাহ। এই সিনেমায় তিনি একজন বামুনে চরিত্রে অভিনয় করবেন। বামুন হলেও শাহরুখের নায়িকা কিন্তু বলিউডের হাল আমলের দুই চাঁদ-মিসেস আনুশকা কোহলি ও বলিউড ‘বার্বি ডল’ ক্যাটরিনা।

যমুনা অনলাইন: এফএইচ

Exit mobile version