Site icon Jamuna Television

বার্গারের বিজ্ঞাপন দেখে উপোস ভেঙে ফেলায় মামলা করলেন তরুণী

ম্যাকডোনাল্ডসের বার্গার খেয়ে উপোস ভেঙে এই মামলা করেন তরুণী। ছবি: প্রতীকী।

ম্যাকডোনাল্ডসের বিলবোর্ডে চিজ বার্গার আর চিকেট নাগেটের বিজ্ঞাপন দেখে নিজেকে সামলাতে না পেরে উপোস ভাঙেন রাশিয়ান এক তরুণী। পরক্ষণেই অনুশোনা শুরু হয় তার। রাশিয়ান গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, খাবারের বিজ্ঞাপন দেখিয়ে উপোস ভাঙতে প্রলুব্ধ করার দায়ে শেষমেষ ম্যাকডোনাল্ডসের বিরুদ্ধে মামলা ঠুকেছেন সেই তরুণী।

মামলা করা তরুণী কেসেনিয়া ওভচিনিকোভা একজন অর্থোডক্স খ্রিস্টান। ধর্মীয় আচার পালনের অংশ হিসেবে তিনি চল্লিশ দিনের উপবাস করছিলেন। একটানা উপবাসের নিয়ম থাকলেও বিলবোর্ডে ম্যাকডোনাল্ডসের চিজ বার্গার আর চিকেট নাগেটের বিজ্ঞাপন দেখে নিজেকে আর সামলাতে পারেননি। ভেঙে ফেলেন উপোস।

কেসেনিয়া গণমাধ্যমকে জানান, উপবাস পালনের সময় তিনি মাছ-মাংস ও দুগ্ধজাতীয় খাবার খান না। কিন্তু, বিজ্ঞাপন দেখে ম্যাকডোনাল্ডসের আউটলেটে গিয়ে চিকেন চিজ বার্গার খেয়ে ফেলেন। পরে তার ভীষণ অনুশোচনা হয়। তাই বার্গার কিনতে প্রলুব্ধ করায় ম্যাকডোনাল্ডসের বিরুদ্ধে মামলা করেছেন তিনি।

তবে এই মামলার ব্যাপারে কোনো মন্তব্য করেনি ম্যাকডোনাল্ডস কতৃপক্ষ।

/এস এন

Exit mobile version