Site icon Jamuna Television

মারা গেছেন বলিউড অভিনেতা অনুপম শ্যাম

মারা গেছেন বলিউড অভিনেতা অনুপম শ্যাম

ছবি: অনুপম শ্যাম।

বলিউডের বিখ্যাত অভিনেতা অনুপম শ্যাম আর নেই। একাধিক অঙ্গ বিকল হওয়ার জেরে রোববার ৬৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তার পরিবারের সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন অনুপম শ্যাম। ডায়ালিসিসও চলছিল তার। তবে বিপুল পরিমাণ খরচ সামলাতে হিমশিম খাচ্ছিলেন তিনি। এমন পরিস্থিতিতেই গত চার দিন আগে হাসপাতালে ভর্তি হন এ অভিনেতা।

চিকিৎসকেরা জানিয়েছেন, একাধিক অঙ্গ কাজ না করায় মৃত্যু হয়েছে এই অভিনেতার।

শেষবার টিভি সিরিজ ‘প্রতিজ্ঞা টু’র শুটিং করছিলেন অনুপম শ্যাম। স্লামডগ মিলিয়নিয়ার, ব্যান্ডিট কুইন, দস্তক, হাজার চৌরাশি কি মা, দুশমন, সত্য সংগ্রাম, লাগান, নায়ক, শক্তি, পাপের মতো বহু সিনেমায় কাজ করেছিলেন এই অভিনেতা।

এনএনআর/

Exit mobile version