Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে ডেল্টা ভ্যারিয়েন্টে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা: সিডিসি

যুক্তরাষ্ট্রে ডেল্টা ভ্যারিয়েন্টে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা: সিডিসি

ছবি: সংগৃহীত

আলফা নয় বরং করোনার ডেল্টা ভ্যারিয়েন্টে বর্তমানে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে যুক্তরাষ্ট্রের শিশুরা। সোমবার এ তথ্য জানায় মার্কিন রোগ ও ওষুধ নিয়ন্ত্রক প্রতিষ্ঠান সিডিসি।

প্রতিবেদন অনুসারে, জুলাই মাস থেকেই ফ্লোরিডা-টেক্সাস ও জর্জিয়ার হাসপাতালগুলোয় বেড়েছে করোনা সংক্রমণ নিয়ে শিশু এবং নবজাতকদের ভর্তির পরিমাণ। যাদের ৯০ ভাগের শরীরেই ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেয়ায় সংক্রমণ বেড়েছে এমনটাই পর্যবেক্ষণ স্বাস্থ্যবিদদের।

রাজ্যগুলোর শীর্ষ চিকিৎসকদের দাবি- শিশু হাসপাতালগুলোয় জরুরি ভিত্তিতে বাড়ানো উচিৎ আইসিইউ বেডের সংখ্যা। কারণ ভ্যাকসিন না দেয়ার কারণে দ্রুত অসুস্থ হয়ে পড়ছে শিশুরা।

যুক্তরাষ্ট্রে এখনো ১২ বছরের কমবয়সীদের করোনা প্রতিরোধক টিকাদান কর্মসূচির আওতায় আনা হয়নি। তাই ঘরের বাইরে ৩ থেকে ১২ বছর বয়সীদের অবশ্যেই মাস্ক পরানোর আহ্বান চিকিৎসকদের।

এ বিষয়ে টেক্সাস হাসপাতালের শিশু বিভাগের প্রধান জেমস ভার্সালোভিক বলেন, জুলাই’র শুরু থেকেই হাসপাতালগুলোয় বাড়ছে শিশু এবং নবজাতকদের ভর্তির পরিমাণ। যাদের ৯০ শতাংশের শরীরেই ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। এখনো যুক্তরাষ্ট্রে ১২ বছরের কমবয়সীদের করোনা ভ্যাকসিন প্রদান শুরু হয়নি। এরমাঝেই বিভিন্ন রাজ্যে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। এ কারণেই শিশুদের মধ্যে দ্রুত বিস্তারলাভ করছে করোনা।

এনএনআর/

Exit mobile version