Site icon Jamuna Television

‘চাপে আছি, সিরিজটা অন্তত ড্র করতে চাই’

সফররত অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের অধিনায়ক স্টিভেন স্মিথ বলেছেন, প্রথম টেস্টে হেরে যাওয়ার পর এখন আমরা চাপে আছি। চট্টগ্রামে জিতে অন্তত সিরিজটা ড্র করতে চাই।

আজ রোববার চট্টগ্রামে দলীয় অনুশীলন শুরুর আগে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্মিথ এ কথা বলেন।

চট্টগ্রামে বৃষ্টির আনাগোনা ঢাকার চেয়ে বেশি দেখা যাচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা ভর করছে অজি অধিনায়কের ঘাড়ে। শেষ পর্যন্ত পুরো পাঁচ দিন খেলা না হয়ে যদি ম্যাচ ড্র হয়ে যায়! তাহলে সিরিজ হেরে দেশে ফিরতে হবে।

আজ দুপুর ২ থেকে নিজেদের শেষ বারের মত ঝালিয়ে নিতে মাঠে নামবে সিরিজে ১-০ তে পিছিয়ে থাকা অস্ট্রেলিয়া। আর বৃষ্টির কারণে বিলম্ব করে দুপুর ১২টায় অনুশীলন শুরু করে টাইগাররা।

ম্যাচ ড্র হওয়া নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ থাকলেও, বাংলাদেশের আপাতত টার্গেট ড্র করা! আর এর মধ্য দিয়ে সিরিজ জয় নিশ্চিত করতে কাল চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নামবেন মুশফিকরা।

/কিউএস

Exit mobile version