Site icon Jamuna Television

ঝিনাইদহে ভারত হতে অবৈধভাবে প্রবেশকালে দুইজন আটক

অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক দুই ব্যক্তি।

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ জেলার মহেশপুর থানার গোপালপুর গ্রামের মাঠ থেকে দুই বাংলাদেশিকে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১০ আগস্ট) ভোরে তাদের আটক করা হয়। আটক দুই ব্যক্তি হলেন ফরিদপুর জেলার ভাংগা থানার খাপুড়া গ্রামের মোঃ বায়জিত শেখ (২৮) এবং বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার ধানসাগর গ্রামের মো. ইলিয়াছ (২৭)।

ঝিনাইদহ ৫৮ বিজিবিরি সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। আটককৃত বাংলাদেশি নাগরিকদ্বয়কে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। তাদের নামে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মামলা হয়েছে।

Exit mobile version