Site icon Jamuna Television

১৫ আগস্ট নিউইয়র্কের টাইম স্কয়ারে দেখা যাবে বঙ্গবন্ধুর ছবি

১৫ আগস্ট জাতীয় শোক দিবসে নিউইয়র্কের টাইম স্কয়ারে প্রদর্শিত হবে বঙ্গবন্ধুর ছবি। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এ কথা জানিয়েছেন।

মঙ্গলবার (১০ আগস্ট) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ কাজের জন্য পররাষ্ট্রমন্ত্রীর কাছে ২৫ লাখ টাকা করে চেক হস্তান্তর করেছে আনোয়ার গ্রুপ ও বাংলাদেশ ফাইন্যান্স। এ সময় পররাষ্ট্রমন্ত্রী জানান, ১৫ থেকে ১৬ আগস্টের মধ্যে প্রতি দুই মিনিটে একবার করে মোট ৭২০ বার প্রদর্শিত হবে বঙ্গবন্ধুর ছবি।

এর মধ্য দিয়ে বিশ্বব্যাপী বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তৈরি হবে বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন।

Exit mobile version