Site icon Jamuna Television

জামিন পেয়েছেন একা

নায়িকা সিমন হাসান একা তার বিরুদ্ধে আনা মাদক মামলায় জামিন পেয়েছেন।

মঙ্গলবার (১০ আগস্ট) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই আদেশ দেন।

গত ১ আগস্ট গৃহকর্মী নির্যাতন ও মাদক মামলায় একাকে কারাগারে পাঠানো হয়েছিল।

এর আগে ৩১ আগস্ট সন্ধ্যায় গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে চিত্রনায়িকা একাকে আটক করে হাতিরঝিল থানা পুলিশ। এ সময় তার বাসা থেকে ৫ পিস ইয়াবা, পঞ্চাশ গ্রাম গাঁজা এবং আধা বোতল মদ জব্দ করা হয়।

জানা গেছে, একার বাসায় তিন মাস ধরে কাজ করতেন ওই গৃহকর্মী। এক মাসের বেতন দিলেও দুই মাসের বকেয়া বেতন চাইতে গেলে ইট দিয়ে আঘাত করে গৃহকর্মীকে আহত করেন নায়িকা একা।

উল্লেখ্য, বাংলাদেশি জনপ্রিয় অভিনেত্রী ও মডেল একা ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত কাজী হায়াত পরিচালিত ‘ধর’ ও ‘তেজি’ সিনেমায় মান্নার বিপরীতে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন। পরে রুবেল, আমিন খান, আলেকজান্ডার বো, অমিত হাসান ও শাকিব খানের সাথে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন তিনি।

Exit mobile version