Site icon Jamuna Television

পরীমণি নিজের জন্য কিছুই করেনি, সে এখন পরিস্থিতির শিকার: পরীমণির নানা

পরীমণির নানা।

পরীমণি নিজের জন্য কিছুই করেনি, সব মানুষকে দান করে এখন পরিস্থিতির শিকার হয়েছে বলে জানিয়েছেন তার শতবর্ষী নানা।

মঙ্গলবার (১০ আগস্ট) সকালে পরীমণির সাথে দেখা করতে আদালতে এসেছেন তিনি। সাথে থাকা একজনের দাবি, পরীমণির নানার বয়স ১২০ বছর!

তার নানা সাংবাদিকদের জানান, নিজের জন্য জীবনে সে কিছু করে নাই। সব কিছু মানুষকে দান করে এখন সে পরিস্থিতির শিকার হয়েছে। নিজে একটা ফ্ল্যাট করে নাই। প্রত্যেক বছর এফডিসিতে কোরবানি বাড়ায় দেয় গরীবদের জন্য। সব কিছু মানুষকে বিলিয়ে দেয়। এখন আল্লাহ পাক যদি ওরে মাপ করে আরকি।

পরীমণির বাসায় মাদক পাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বাসায় খালি বোতল ছিল। এগুলো মাদকের বোতল কিনা জানি না।

গত বৃহস্পতিবার (৫ আগস্ট) পরীমণিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাত দিন রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ তার চার দিন রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে আজ মঙ্গলবার (১০ আগস্ট) পরীমণিকে আদালতে তোলা হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার (৪ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বনানীতে নিজ বাসা থেকে মাদকসহ গ্রেফতার করা হয় আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমণিকে।

ইউএইচ/

Exit mobile version