Site icon Jamuna Television

পরীমণির কোনো মামলায় তদন্ত করছিল না সাকলায়েন: ডিএমপি কমিশনার

পরীমণির কোনো মামলায় তদন্ত করছিলো না সাকলায়েন: ডিএমপি কমিশনার

ছবি: ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম।

সাকলায়েন কাণ্ডে পুলিশ বাহিনী বিব্রত; তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। তবে এডিসি সাকলায়েন পরীমণির কোনো মামলা তদন্ত করছিল না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম।

মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। শফিকুল ইসলাম বলেন, নায়িকা বা মডেলদের ইস্যুতে জড়িতদের কোনো তালিকা হয়নি, হচ্ছেও না। তবে কেউ চাঁদাবাজির শিকার হলে থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের পরামর্শ দিয়েছেন ডিএমপি কমিশনার।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃত মডেল ও চিত্রনায়িকা, কারো সাথেই আইনত কোনো অবিচার করা হচ্ছে না।

এনএনআর/

Exit mobile version