Site icon Jamuna Television

মিশিগান ইউনিভার্সিটিতে গোলাগুলির ঘটনায় তরুণ আটক

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটিতে গোলাগুলির ঘটনায় সন্দেহভাজন হিসেবে ১৯ বছরের এক তরুণকে আটক করেছে পুলিশ।

শুক্রবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে গুলি করে দু’জনকে হত্যার পর দিনভর পলাতক ছিল হামলাকারী জেমস এরিক ডেভিস। ব্যাপক তল্লাশির পর, শনিবার ভোরে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। জানা গেছে, গোলাগুলিতে নিহত দু’জন হামলাকারীর বাবা-মা।

হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটিও জব্দ করেছে পুলিশ। আগ্নেয়াস্ত্রটি হামলাকারী তরুণের বাবার নামে নিবন্ধিত ছিল। এ নিয়ে চলতি বছর যুক্তরাষ্ট্রে ৩৭তম গোলাগুলির ঘটনা এটি; এছাড়া দু’মাসে দেশটিতে এমন সহিংসতার শিকার হয়েছে ১৮টি শিক্ষা প্রতিষ্ঠান।

Exit mobile version