Site icon Jamuna Television

এবার খুলনায় যুবককে একসঙ্গে ২ ডোজ টিকা প্রদান

খুলনা জেনারেল হাসপাতাল।

খুলনা ব্যুরো:

খুলনায় ৩৬ বছর বয়সী মো. রোকনুজ্জামান নামে এক যুবককে একসঙ্গে দুই ডোজ করোনা টিকা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তিনি খুলনার কয়রা উপজেলা শ্রীফলতলা গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে খুলনা জেনারেল হাসপাতাল টিকা কেন্দ্রে রোকনুজ্জামানের বাম হাতে ২ ডোজ করোনা টিকা দেন দুই নার্স।

রোকনুজ্জামান জানান, দুপুর একটায় তিনি করোনার টিকা দিতে কেন্দ্রে গেলে তার বাম হাতে টিকা দেয়া হয়। এক মিনিটের মধ্যে অপর এক নার্স এসে একই হাতে পুনরায় টিকা দেন। ঘটনাটি জানাজানি হলে বেশ তোলপাড় সৃষ্টি হয়। বর্তমানে রোকনুজ্জামান সদর হাসপাতালে ভর্তি আছেন।

ওই হাসপাতালের আরএমও জানান, এটা একটি বিচ্ছিন্ন ঘটনা। দুইডোজ টিকা নেয়া ব্যক্তিকে তারা দেখভাল করছেন।

এর আগে গত শনিবার নগরীর সোনাডাঙ্গা এলাকায় একটি স্বাস্থ্য কেন্দ্রে ৭৩ বছর বয়সী জহুরা বেগম নামে এক বৃদ্ধাকে দুইবার করোনা টিকা দেওয়া হয়েছিলো।

/এস এন

Exit mobile version