Site icon Jamuna Television

শিমুলিয়া-বাংলাবাজার রুটের ফেরিতে ভারি যানবাহন বহনে নিষেধাজ্ঞা

স্রোতের তীব্রতা নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত শিমুলিয়া-বাংলাবাজার রুটের ফেরিতে ভারি যানবাহন বহন করা হবে না বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (১০ আগস্ট) সচিবালয়ে মন্ত্রী এ কথা জানান। মঙ্গলবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে। তবে বিকল্প পথ হিসেবে চাঁদপুর-শরীয়তপুর রুটে ফেরি সংখ্যা বাড়ানো হবে, এছাড়া বিকল্প পথে ভারি যান নিয়ে ফেরি চলবে বলেও জানান তিনি।

আগামী সেপ্টেম্বরের শেষে এই নদীতে স্রোত কমে আসবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী।

গতকাল সোমবার (৯ আগস্ট) সন্ধ্যায় মাদারীপুরের বাংলাবাজার থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাটে আসার সময় নদীর মাওয়া প্রান্তে ১০নং পিলারে ধাক্কা দেয় ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। এ সময় ফেরিতে থাকা একটি ট্রাক ছিটকে দুইটি প্রাইভেটকারের ওপর পড়লে গাড়ি দুটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ফেরিতে ফাটল ধরে পানি উঠতে থাকে।

পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিমুলিয়া ২নং ফেরিঘাটে এসে নোঙর করে ফেরিটি। এতে অল্পের জন্য রক্ষা পান ফেরিতে থাকা দুই শতাধিক যাত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, এই ঘটনায় ফেরিতে থাকা এক নারীসহ অন্তত পাঁচজন যাত্রী আহত হয়েছেন।

Exit mobile version