Site icon Jamuna Television

একই পোশাকে পরীমণি, আইনজীবীদের পাল্টাপাল্টি বক্তব্য

চিত্রনায়িকা পরীমণি। সাম্প্রতিক ছবি।

চিত্রনায়িকা পরীমণি ৪ আগস্ট র‍্যাবের হাতে গ্রেফতার হন। এরপর থেকে তিনি একই পোশাকে আছেন। ডিবি কিংবা সিআইডি কেউই তার জন্য পোশাক গ্রহণ করেনি। তাই বার বার আদালতে একই পোশাক পরে আসতে হচ্ছে তাকে।

আজ মঙ্গলবার (১০ আগস্ট) পরীমণির রিমান্ড শুনানিতে আদালতে এসব কথা জানান তার আইনজীবী।

আরও পড়ুন: পরীমণির চিৎকার, মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে

এর আগে শুনানিতে পরীমণির আইনজীবী মজিবুর রহমান বলেন, একজন নায়িকা ১২২ ঘণ্টা এক পোশাকে রয়েছেন। তিনি তো একজন নায়িকা। তার তো একটা লাইফস্ট্যাইল রয়েছে।’

এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আবু বলেন, ‌‘পরীমণি কাপড় চেঞ্জ না করা একটা রাজনীতি। এখানে সবাই কাপড় চেঞ্জ করেছেন। তিনি ইচ্ছাকৃতভাবে কাপড় চেঞ্জ করেননি।’

আরও পড়ুন: পরীমণি-রাজরা ফের রিমান্ডে

এর আগে ৫ আগস্ট পরীমণিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ পরীমণির চার দিন রিমান্ড মঞ্জুর করেন। মঙ্গলবার (১০ আগস্ট) বনানী থানার মাদক মামলায় পরীমণিকে আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

উল্লেখ্য, গত বুধবার (৪ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বনানীতে নিজ বাসা থেকে মাদকসহ গ্রেফতার করা হয় পরীমণিকে।

ইউএইচ/

Exit mobile version