কুমিল্লা ব্যুরো:
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মো. সজল মিয়া (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার শশীদল রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। নিহত সজল মিয়া কুমিল্লা নগরীর পশ্চিম রেসকোর্স এলাকার আবুল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ৭ টার দিকে শশদীল বিজিবি ক্যাম্পের পশ্চিম পাশে এবং শশীদল রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে অজ্ঞাত যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে কুমিল্লা রেলওয়ে পুলিশ ও ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ঘটনা স্থলে পৌছান। পরে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ লাশটি উদ্ধার করে নিয়ে যায়।
ওসি ওপ্পেলা রাজু নাহা জানান, আমরা লাশের সুরতহাল তৈরী করেছি। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) পাঠানোর প্রস্তুতি নিচ্ছি।
/এসএইচ

