Site icon Jamuna Television

পটুয়াখালীতে কমিউনিস্ট পার্টি ৫০ হাজার মাস্ক বিতরণ করছে

পটুয়াখালীতে সিপিবি'র ৫০ হাজার মাস্ক বিতরণ কর্মসূচি চলছে

পটুয়াখালী জেলায় মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবিলায় ৫০ হাজার মাস্ক বিতরণ করছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পটুয়াখালী জেলা শাখা।

রোববার (১ আগস্ট) থেকে শুরু হওয়া মাস্ক বিতরণ কার্যক্রম আগামী অক্টোবর পর্যন্ত চলবে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পটুয়াখালী জেলা কমিটির সভাপতি কমরেড মোতালেব মোল্লা।

সংগঠনটির জেলা কমিটির নেতৃত্বে সদর উপজেলা, দুমকি, বাউফল, দশমিনা, কলাপাড়া, রাঙ্গাবালী এলাকায় এই মাস্ক বিতরণ এখনও চলমান আছে। সিপিবি নেতা-কর্মী ছাড়াও এই মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালনা করছে ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, মহিলা পরিষদ, কৃষক সমিতি, ক্ষেতমজুর সমিতি, শহীদ রাজু ব্রিগেড ও রেড ভলান্টিয়ার্সসহ বিভিন্ন গণসংগঠন।

Exit mobile version