Site icon Jamuna Television

এবার কোচ হয়ে বাংলাদেশে আসলেন জিম্বাবুয়ের তাতেন্দা তাইবু

জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক তাতেন্দা তাইবু। ছবি: সংগৃহীত।

বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বৈরথের অন্যতম চেনা নাম জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক তাতেন্দা তাইবু খেলা ছেড়ে মন দিয়েছেন কোচিংয়ে। এরই ধারাবাহিকতায় এবার তিনি কোচ হয়ে আসলেন বাংলাদেশে।

জানা গেছে, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপির) কোচ হয়ে এসেছেন তিনি। এছাড়াও কোচ হয়ে এসেছেন ইংল্যান্ডের অ্যান্ডি কটাম।

বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল এ.কে.এম মাজহারুল হক এ ব্যাপারে গণমাধ্যমকে বলেছেন, বিকেএসপিতে এক বছরের জন্য তাতেন্দা তাইবু ব্যাটিং কোচ হয়ে এসেছেন। পারফরম্যান্স ভালো হলে ও পরিস্থিতি বুঝে তার সাথে চুক্তির মেয়াদ বাড়তে পারে।

তাতেন্দা তাইবু বিকেএসপিতে প্রমিলা প্রজেক্টের ট্রেনারদের ও বিকেএসপির শিক্ষার্থীদের নিয়ে কাজ করবেন। তবে, তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে কোনো কাজ করবেন কি না এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বিকেএসপির পরিচালক।

/এস এন

Exit mobile version