Site icon Jamuna Television

সকালে ৩০ টাকা খরচ করে দুপুরে কোটিপতি

কোটিপতি হওয়া সেই ব্যক্তি ও তার ছেলে। ছবি: সংগৃহীত।

মাত্র ৩০ টাকায় পালটে গেলো ভারতের নলহাটির ভগবতীপুরের এক ব্যবসায়ীর ভাগ্য। সকালে ৩০ টাকা দিয়ে লটারি কিনে দুপুরের মধ্যে কোটিপতি হয়ে গেছেন তিনি।

ভারতের সংবাদমাধ্যম জি-নিউজ জানিয়েছে, গত সোমবার (৯ আগস্ট) কাউন্টার থেকে লটারি কিনেছিলেন ওই ব্যবসায়ী। দুই দিন পরে ড্র হলে দেখেন এক কোটি টাকার প্রথম পুরস্কার তারই। অবশ্য টাকা এখনো তার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়নি।

ওই ব্যক্তি গণমাধ্যমকে জানিয়েছেন, কোটি টাকার প্রথম পুরস্কার আমার জেনে আমি লাফিয়ে উঠি। এখনো টাকা হাতে পাইনি। লটারি ইন্সপেক্টর আমার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও টিকিটটা নিয়ে গেছেন। তিনি বলেছেন, সরকারিভাবে প্রক্রিয়া শেষ করে ১০-১৫ দিনের মধ্যে অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে।

ওই ব্যক্তির ছেলে বলেন, বাবার লটারি জেতার খবর শুনে খুব ভাল লাগছে। আর বছর খানেক আগে এটা পেলে আমার পড়ালেখা ছাড়তে হতো না। এখন এই টাকা পেলে ছোট বোনকে পড়াতে পারবো। আমাদের অবস্থার উন্নতি হবে।

লটারি জেতা ওই ব্যক্তি পেশায় একজন ক্ষুদ্র রেশন ডিলার।

/এস এন

Exit mobile version