Site icon Jamuna Television

২০টি স্বর্ণের বার আত্মসাৎ, ফেনীতে ডিবির ৬ সদস্য গ্রেফতার

প্রতীকী ছবি

ফেনীতে ব্যবসায়ীর ২০টি স্বর্ণের বার আত্মসাতের অভিযোগে ডিবি পুলিশের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে ১৫টি বার উদ্ধারও হয়েছে।

ফেনীর পুলিশ সুপার খন্দকার নুরুন্নবী জানান, গত রোববার (৮ আগস্ট) ফতেহপুর রেলক্রসিং এলাকায় চট্টগ্রামের ব্যবসায়ী গোপাল কান্তি দাসের ২০ টি স্বর্ণের বার নিয়ে নেয় ডিবি পুলিশের সদস্যরা। বিষয়টি ব্যবসায়ী লিখিতভাবে অভিযোগ করলে তদন্তে প্রথমে চারজনের সম্পৃক্ততা মেলে। পরে আরও দু’জনের নাম বেরিয়ে আসে। একজনের কাছে মেলে ১৫ টি স্বর্ণের বার।

তিনি আরও জানান, এই বিষয়ে মডেল থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে ফেনী গোয়েন্দা পুলিশের পরিদর্শক সাইফুল ইসলাম, তিন এসআই এবং দুই এএসআই রয়েছেন। স্বর্ণের বারগুলো বৈধ কিনা সেটিও তদন্ত করা হচ্ছে।

Exit mobile version