Site icon Jamuna Television

চলছে অর্ধেক ট্রেন, ভাড়া অপরিবর্তিত

ট্রেন ধুয়ে পরিষ্কার করছেন কয়েকজন কর্মী। ছবি: সংগৃহীত।

সারাদেশের সীমিত আকারে শুরু হয়েছে ট্রেন চলাচল। গণপরিবহন চলাচলে আসা নির্দেশনা অনুযায়ী চলছে অর্ধেকসংখ্যক ট্রেন।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা থেকে প্রতিদিন যেখানে সারাদেশের বিভিন্ন রুটে ৩৮টি ট্রেন ছেড়ে যায়। সেখানে ২৫টি ট্রেন চলাচল করছে। এছাড়া ১২টি কমিউটার ট্রেন পরিচালনা করা হচ্ছে। ট্রেনের বগিতে শতভাগ সিটের টিকেট বিক্রি হচ্ছে। ভাড়া আছে আগের মতোই। যাত্রীদের বগিতে বগিতে দেয়া হচ্ছে স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা‌।

এছাড়া, আজ থেকে ট্রেন চলাচল শুরু হওয়াকে সামনে রেখে পুরো কমলাপুর স্টেশন চত্বর জীবাণুনাশক ছিটিয়ে পরিষ্কার করা হয়েছে। আজ ঢাকা থেকে বাইরে মানুষ যাচ্ছে কম তবে ঢাকায় ফেরা ট্রেনগুলোতে আছে মানুষের ঢল।

/এস এন

Exit mobile version