Site icon Jamuna Television

৩ দিন পরই পিএসজির হয়ে মাঠে নামছেন মেসি

ছবি: সংগৃহীত

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফ্রান্সের জায়ান্ট ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন লিও মেসি। নতুন ক্লাবের হয়ে ৩০ নাম্বার জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামবেন আর্জেন্টিনার অধিনায়ক। তবে সর্বকালের অন্যতম সেরা ফুটবলারকে কবে দেখা যাবে পার্ক দেস প্রিন্সেসে?

লিগ ওয়ানে পিএসজির পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী শনিবার দিবাগত রাতে। পিএসজির ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে তাদের প্রতিপক্ষ ট্রাসবার্গ। গুঞ্জন আছে সেই ম্যাচেই মেসিকে প্রথমবারের মতো দেখা যাবে পিএসজির জার্সিতে।

ট্রাসবার্গের বিপক্ষে এখন পর্যন্ত ৩৬ ম্যাচ খেলেছে পিএসজি। যেখানে প্যারিসিয়ান্সদের ২২ জয়ের বিপরীতে ট্রাসবার্গের জয় ৪। ড্র হয়েছে ১০টি ম্যাচ। পচেত্তিনোর মেসি, নেইমার, এমবাপ্পে, ডি মারিয়াদের নিয়ে গড়া আক্রমণভাগ যে এই ম্যাচে ফেভারিটই থাকবে সেটি নিয়ে কোনো সন্দেহ নেই।

যদিও শেষ পর্যন্ত কোচ পচেত্তিনোই ঠিক করবেন কোন তারকাকে রেখে কোন তারকাকে খেলাবেন। তবে মেসির অভিষেকের বিষয়ে অনেকটাই নিশ্চিত ফুটবলপ্রেমীরা। শনিবার দিবাগত রাত ১টায় শুরু হবে সেই ম্যাচটি।

Exit mobile version