Site icon Jamuna Television

আফগানদের বাঁচাতে আকুতি জানালেন রশিদ খান

ছবি: সংগৃহীত

আফগানদের বাঁচাতে আকুতি জানালেন দেশটির তারকা ক্রিকেটার রশিদ খান। নিরপরাধ মানুষের ওপর চালানো হত্যাযজ্ঞ বন্ধ করতে বিশ্ব নেতারদের দৃষ্টি আকর্ষণ করেছেন এই লেগ স্পিনার।

রশিদ খান শুধু আফগানিস্তানের তারকা নন একই সাথে বিভিন্ন ফ্রাঞ্জাইজি ক্রিকেট খেলার কারণে চেনা মুখ বিশ্বে। যুক্তরাষ্ট্রের সেনা চলে যাবার পর আবারও তালেবান আর দেশটির সরকারের মধ্যে চলছে যুদ্ধ। যার মোকাবিলা করা কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে সরকারের পক্ষে। প্রতিদিন নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছেন। ঘরহীন হচ্ছেন বহু মানুষ। এ নিয়েই টুইট করেছন রশিদ।

রশিদ খান টুইটে লিখেন, আমার দেশ বিশৃঙ্খলার মধ্যে রয়েছে। আফগানদের হত্যা ও আফগানিস্তানকে ধ্বংস করার আহ্বান তার।

Exit mobile version