Site icon Jamuna Television

রংপুরে ট্রাকে মিললো কোটি টাকার হেরোইন

উদ্ধারকৃত হেরোইন।

স্টাফ রিপোর্টার, রংপুর:

রংপুর-ঢাকা মহাসড়কে চেকপোস্টে ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় তিন কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। উদ্ধারকৃত হেরোইনের বাজারদর প্রায় এক কোটি টাকা বলে জানিয়েছে র‍্যাব। এ সময় ট্রাকটিও জব্দ করা হয়।

বুধবার (১১ আগস্ট) র‍্যাব-১৩ এর রংপুর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস।

র‍্যাবের এই কর্মকর্তা জানান, মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে রংপুর-ঢাকা মহাসড়কের গাইবান্ধার পলাশবাড়ীর বৈরি হরিনমারী এলাকায় চেকপোস্ট বসিয়ে রাজশাহী থেকে ছেড়ে আসা একটি ট্রাকে তল্লাশি চালালে সেখানে তিন কেজি ৮০০ গ্রাম হেরোইন পাওয়া যায়। যার বাজারদর প্রায় এক কোটি টাকা। এ সময় আল আমিন ও নয়ন নামে দুইজনকে গ্রেফতার করা হয় এবং ট্রাকটি জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা রাজশাহী থেকে রংপুর অঞ্চলের বিভিন্ন জেলায় হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য বেচাকেনা করতো বলেও জানান তিনি। তাদের কাছ থেকে মাদক ব্যবসায়ীদের বিভিন্ন তথ্য পাওয়ার কথাও জানান তিনি।

/এস এন

Exit mobile version