Site icon Jamuna Television

পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কার বিষয়টি খতিয়ে দেখার আহ্বান কাদেরের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফাইল ছবি

পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কার ঘটনায় কোনো ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (১১ আগস্ট) দুপুরে স্বেচ্ছাসেবক লীগের শোক দিবসের আলোচনায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, জুনের মধ্যে পদ্মা সেতু দিয়ে গাড়ি চলাচলের সম্ভাবনা রয়েছে। সরকার আমলা নির্ভর নয়, জনস্বার্থ নির্ভর।

তিনি বলেন, আগস্ট মাস এলেই বাংলার বাতাসে ষড়যন্ত্রের গন্ধ পাই। এছাড়া ভোরের আকাশে লাল রক্ত দেখা দেয় বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

ইউএইচ/

Exit mobile version