Site icon Jamuna Television

টিকা নিতে আসাদের ওপর লাঠিচার্জ করলো আনসার সদস্যরা

মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে টিকা নিতে আসাদের ওপর লাঠিচার্জ।

পঞ্চম দিনের মতো চলছে রাজধানীতে গণটিকা। মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে টিকা নিতে আসাদের ওপর লাঠিচার্জ করেছে আনসার সদস্যরা।

বুধবার (১১ আগস্ট) ভোর থেকেই ওই হাসপাতালে ভিড় করেন বিপুল টিকা প্রত্যাশী। হাসপাতাল চত্বর ছাড়িয়ে পাশের সড়কেও ভোর থেকে কয়েক হাজার মানুষের অপেক্ষ। এর মধ্যেই বেলা ১২টা নাগাদ হঠাৎ শুরু হয় বৃষ্টি। টানা বৃষ্টির মধ্যে কোথাও দাঁড়ানোর জায়গা না পেয়ে ধৈর্যচ্যুতি ঘটে ভ্যাকসিন প্রত্যাশীদের। হুড়মুড় করে ভেতরে ঢোকার চেষ্টা করেন সবাই।

বিশৃঙ্খলা শুরু হলে নিরাপত্তার দায়িত্বরত আনসার সদস্যরা মানুষের ওপর লাঠিচার্জ আরম্ভ করে। এতে দিকবিদিক ছুটতে থাকেন টিকা নিতে যাওয়া মানুষ।

জানা যায় প্রতিদিন আড়াই হাজার ডোজ ভ্যাকসিন দেয়া হচ্ছে এই হাসপাতালে। টিকার মজুদের তুলনায় টিকা গ্রহণে আগ্রহীদের চাপ বেশি থাকায় বিশৃঙ্খলা হয়েছে বলে দাবি হাসপাতালটির পরিচালকের।

Exit mobile version