Site icon Jamuna Television

দেশের সকল কেন্দ্রে সিনোফার্মের টিকা দেয়া হবে: স্বাস্থ্য অধিদফতর

ঢাকাসহ দেশের সকল কেন্দ্রে এখন থেকে সিনোফার্মের টিকা দেয়া হবে।

ঢাকাসহ দেশের সকল কেন্দ্রে এখন থেকে সিনোফার্মের প্রথম ডোজ টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুধবার (১১ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আরও পড়ুন: করোনায় মৃত্যুহার নিয়ে সরকার মিথ্যাচার করছে: ডা. জাফরুল্লাহ

নাসিমা সুলতানা বলেন, টিকার দ্বিতীয় ডোজ নিয়ে অনিশ্চয়তার কিছু নেই। এর মধ্যে যারা টিকার প্রথম ডোজ নিয়েছেন তাদের একই কোম্পানির দ্বিতীয় ডোজ সংরক্ষিত আছে।

এদিকে নভেম্বরের মধ্যে চীন থেকে আরও ৬ কোটি সিনোফার্মের টিকা কেনার অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

ইউএইচ/

Exit mobile version