Site icon Jamuna Television

ঝালকাঠিতে ৩ লাখ টাকার চেকসহ কিশোরী আটক

৩ লাখ টাকার চেকসহ কিশোরী আটক।

ঝালকাঠিতে ৩ লাখ টাকার চেকসহ এক কিশোরীকে আটক করেছে ব্যাংক কর্তৃপক্ষ। মেয়েটি বর্তমানে রাজাপুর উপজেলার ইসলামী ব্যাংকে আটক আছে। কিশোরীর নাম লামিয়া। তার বাড়ি ঝালকাঠির নলসিটি থানার নলবুনিয়া গ্রামে।

বুধবার (১১ আগস্ট) সকাল দশটায় ৩ লাখ টাকার চেক নিয়ে রাজাপুর উপজেলার ইসলামী ব্যাংকে টাকা উত্তোলন করার জন্য আসলে তাকে আটক করা হয়।

ব্যাংক কর্মকর্তার মেয়েটিকে সন্দেহ হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে মেয়েটি প্রথম পরিচয় গোপন রাখে। ভয় দেখানোর পর সঠিক পরিচয় দেয়। কিন্তু চেক কীভাবে পেয়েছে তা বলতে অস্বীকার করে।

ব্যাংক কর্মকর্তা চেকের মালিক ঢাকার ব্যবসায়ী জসিমকে ফোন দিয়ে বিষয়টি জানালে তিনি বলেন, আমার বাড়িতে একদিন আগে চুরি হয়েছে।

ব্যাংক ম্যানেজার জানান, মেয়েটির পরিবার ও চেকের মালিকের পরিবারকে জানানো হয়েছে। তারা আসলে ব্যবস্থা নেয়া হবে।

ইউএইচ/

Exit mobile version