Site icon Jamuna Television

জামিন হয়নি পিয়াসার

সম্প্রতি গ্রেফতারকৃত মডেল ফারিয়া মাহবুব পিয়াসাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তার পক্ষ থেকে করা জামিনের আবেদনও নাকচ করা হয়েছে।

বুধবার (১১ আগস্ট) দুপুরে রিমান্ড শেষে পিয়াসাকে আদালতে হাজির করা হয়। দুই মামলায় তার ১২ দিনের রিমান্ডের আবেদন করে সিআইডি। তবে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেছেন তার আইনজীবীরা। শুনানি শেষে আদালত রাষ্ট্রপক্ষের রিমান্ডের আবেদন ও আসামিপক্ষের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন।

এর আগে (৬ আগস্ট) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজধানীর গুলশান, ভাটারা ও খিলক্ষেত থানায় দায়ের করা পৃথক তিন মামলায় মডেল ফারিয়া মাহবুব পিয়াসার আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

১ আগস্ট রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, উত্তরের একটি দল বারিধারার বাসা থেকে আটক করে মডেল পিয়াসাকে। তার বাসা থেকে দেশি-বিদেশি মদ ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক জব্দ করা হয়। পরে গত ২ আগস্ট গুলশান থানায় দায়ের করা মাদকের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালত তার তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

Exit mobile version