Site icon Jamuna Television

সচিবালয়ে আগুন

সচিবালয়ে ইঁদুর বিদ্যুতের তার কাটায় শর্ট সার্কিটে আগুন

ছবি: সংগৃহীত

সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয় ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আগুনের কারণ হিসেবে ফায়ার সার্ভিস জানিয়েছে, ইঁদুর ইলেকট্রিক তার কেটে দেয়ায় শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হতে পারে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বুধবার (১১ আগস্ট) দুপুর দুইটার দিকে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয় ভবনে স্বাস্থ্য শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব হেলাল উদ্দিনের কার্যালয়ে আগুনের সূত্রপাত হয়। এতে আতঙ্ক ছড়িয়ে পরে সচিবালয়ে। তাৎক্ষণিকভাবে সচিবালয়ে অবস্থানরত ফায়ার সার্ভিসের টিম আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুর রশিদ জানিয়েছেন, শর্ট সার্কিটের মাধ্যমে পানি গরম করার ইলেকট্রিক পাত্রে আগুন লেগেছিলো। এর থেকে আগুন ছড়িয়ে পড়লে দ্রুতই তা নিয়ন্ত্রণে আনা হয়।

এনএনআর/

Exit mobile version