Site icon Jamuna Television

যে কারণে ধনীদের তালিকায় পিছিয়ে পড়ছেন বিল গেটস

চলছে বিল গেটস ও মেলিন্ডার সম্পত্তি ভাগাভাগির তোড়জোর। ইতোমধ্যে বিল তার বিভিন্ন কোম্পানির শেয়ার মেলিন্ডার নামে হস্তান্তর করতে শুরু করেছেন। ফলে সম্পত্তি কমে বিল গেটস পিছিয়ে পড়েছেন বিশ্বের শীর্ষ ধনীর তালিক থেকে।

ফোর্বসের বিলিয়নিয়ারের তালিকায় তার নাম চার থেকে নেমে গেছে পাঁচ নম্বরে। আর তার বদলে চারে চলে এসেছেন মার্ক জাকারবার্গ। ভাগ বাটোয়ারার পর বিলের কাছে রয়েছে ১২ হাজার ৯৬০ কোটি ডলারের সম্পত্তি। অন্যদিকে মেলিন্ডার সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ৫৭০ কোটি ডলারে।

বিচ্ছেদের ঘোষণার পর থেকে এখনও পর্যন্ত মেলিন্ডাকে ৩২০ কোটি ডলারের শেয়ার হস্তান্তর করেছেন বিল।

গত ৩ মে যৌথ টুইট বার্তায় দাম্পত্য জীবনের ২৭ বছরের মাথায় আলাদা হওয়ার সিদ্ধান্ত জানান বিল ও মেলিন্ডা। এই ঘটনার পর থেকেই বিশেষজ্ঞরা বলছেন, সব শেয়ার সম্পন্ন হলে অন্তত ১৭ নম্বরে নেমে যেতে পারেন লম্বা সময় ধরে ধনীদের তালিকায় শীর্ষে থাকা বিল গেটস।

Exit mobile version