Site icon Jamuna Television

বিয়ে করলেন নিলয়

বিয়ে করলেন নিলয়

ছবি: নিলয় আলমগীর ও তাসনুভা তাবাসসুম।

দুই পরিবারের কাছের কিছু মানুষ ও বিনোদন অঙ্গনের কিছু বন্ধুর উপস্থিতিতে সম্পূর্ন ঘরোয়া আয়োজনে টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনয়শিল্পী ও মডেল নিলয় আলমগীর বিয়ে করেন। মাসখানেক আগে তার উত্তরার বাসায় এই বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বুধবার ফেইসবুকে নিজের রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করে বিয়ের খবরটি প্রকাশ করেন ‘অল্প অল্প প্রেমের গল্প’ ছবির এ নায়ক।

পরে সংবাদমাধ্যমকে নিলয় জানান, পারিবারিকভাবে গত ৭ জুলাই হৃদিকে বিয়ে করেছেন তিনি।

জানা যায়, নিলয়ের স্ত্রীর নাম তাসনুভা তাবাসসুম। তিনি ঢাকার হোম ইকোনমিকস কলেজের শিক্ষার্থী। তিনি পড়াশোনার পাশাপাশি লেখালেখির সঙ্গে যুক্ত। এ ছাড়া সমাজসেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন ‘আহ্বান ফাউন্ডেশন’-এর গণযোগাযোগের দায়িত্ব পালন করছেন তিনি।

এর আগে ২০১৬ সালে অভিনেত্রী ও মডেল আনিকা কবির শখকে বিয়ে করেছিলেন নিলয়। তাদের সেই প্রেমের বিয়ে বেশিদিন টেকেনি।

এনএনআর/

Exit mobile version