Site icon Jamuna Television

পরীমণিসহ আট জনের ব্যাংক হিসাব তলব

পরীমণি, হেলেনা জাহাঙ্গীর, মৌ, পিয়াসাসহ ৮ জনের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

বুধবার (১১ আগস্ট) কয়েকটি বেসরকারি ব্যাংককে পাঠানো চিঠিতে বলা হয়েছে, চিঠি পাওয়ার তিন কর্মদিবসের মধ্যে তাদের অ্যাকাউন্টের লেনদেনসহ যাবতীয় তথ্য পাঠাতে হবে।

যাদের অ্যাকাউন্টের হিসেব চাওয়া হয়েছে, তাদের মধ্যে পরীমণি, হেলেনা জাহাঙ্গীর, মৌ, পিয়াসা রাজ ছাড়াও রয়েছেন বরিশালের বানারীপাড়ার রোজিনা আক্তার, এবং মোহাম্মদপুরের সালেহ চৌধুরী ওরফে কার্লোস ও মিশু হাসান।

একটি গোয়েন্দা সংস্থার চাহিদা অনুযায়ী তাদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে বলে জানা গেছে।

Exit mobile version