Site icon Jamuna Television

এই শীতে আসছে ‘কিশমিশ’ (ভিডিও)

এই শীতে আসছে ‘কিশমিশ’

ছবি: সংগৃহীত

গতবছরই সামনে এসেছিল দেবের ছবির কিশমিশের দুই মুখ্য চরিত্র। দেব ও রুক্মিণীর অনস্ক্রীন কেমিস্ট্রি দেখবার জন্য মুখিয়ে আছেন দর্শক। অবশেষে সামনে এলো কিশমিশের একটি ছোট্ট ভিডিও ফুটেজ। দেবের অফিসিয়াল পেজ থেকে সেই ভিডিওটি পোস্ট করা হয়েছে। ভিডিওতে স্কেচ ওয়ার্ক করে চরিত্রগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে। যেখানে দেব তার ভালবাসার কথা জানাচ্ছেন। এবং বলছেন ভালোবাসা কিশমিশের মতো।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

যদিও বলা হয়েছে এই দূর্গা পূজাতেই দেখা যাবে এই ছবি কিন্তু এই ছবি দেখা যাবে শীতে। তেমনটাই জানা যাচ্ছে। কিছু দিন আগেই ‘কিশমিশ’র শুভ মহরৎ হয়েছে। প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয় দীর্ঘ প্রতীক্ষার পর আসছে ‘কিশমিশ’। শুভ মহরৎ এর দিন মায়ের হাতেই ক্ল্যাপস্টিক ধরিয়েছেন দেব। নিজের ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করে লিখেছেন, মহরতের অন্যতম প্রিয় মুহূর্ত।

দেবের পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন

কিশমিশ ছবিটির পরিচালনা করছেন রাহুল মুখোপাধ্যায়। এই ছবিতে কেন্দ্রীয় ভূমিকায় দেব-রুক্মিণী ছাড়াও দেখা যাবে অঞ্জনা বসুকে। থাকবেন কমলেশ্বর মুখোপাধ্যায়, জুন মালিয়া ও খরাজ মুখোপাধ্যায়। বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তীকেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

এনএনআর/

Exit mobile version