Site icon Jamuna Television

ছেলের নির্মাণে আসছে কিশোর কুমারের বায়োপিক

ছেলের নির্মাণে আসছে কিশোর কুমারের বায়োপিক

ছবি: কিশোর কুমার ও তার ছেলে অমিত কুমার।

গত কয়েক বছর ধরে প্রয়াত কিংবদন্তি গায়ক, অভিনেতা, সুরকার ও নির্মাতা কিশোর কুমারের বায়োপিক নির্মাণ প্রসঙ্গে গুঞ্জন চলছিল। অবশেষে সেই গুঞ্জন সত্যি হলো। কালজয়ী এই গায়কের ৯২তম জন্মবার্ষিকীতে তাকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছে কিশোর কুমারের পরিবার।

সিনেমাটি প্রযোজনা করবেন কিশোর কুমারের ছেলে অমিত কুমার, সুমিত কুমার ও স্ত্রী লীনা চন্দ্রভারকার। প্রযোজনার পাশাপাশি এর পরিচালনাও করবেন অমিত কুমার।

তবে সিনেমার শুটিং শুরু হতে একটু দেরি হবে বলে জানান অমিত কুমার। তিনি আরও জানান, চিত্রনাট্য তৈরি করতে কমপক্ষে এক বছর সময় লাগতে পারে।

এনএনআর/

Exit mobile version