Site icon Jamuna Television

গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণহানি ২৩৭

ছবি: প্রতীকী

গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২৩৭ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি হলো ২৩ হাজার ৩৯৮ জনের। একদিনে করোনা শনাক্তের হার ২৩.৪৫ শতাংশ। নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৪ হাজার ৪৩০টি।

বুধবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও ১০ হাজার ৪২০ জন। এ নিয়ে মোট করোনা শনাক্ত হলো ১৩ লাখ ৮৬ হাজার ৭৪২ জন। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১৩ হাজার ৩১৩ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১২ লাখ ৪৮ হাজার ৭৫ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মৃত ২৩৭ জনের মধ্যে পুরুষ ১৩৪ জন আর নারী ১০৩ জন। বিভাগভিত্তিক প্রাণহানির হিসেবে ঢাকায় সর্বোচ্চ ১০৫ জন মারা গেছেন। এছাড়া চট্টগ্রামে ৫৪ জন, খুলনায় ২০ জন, রাজশাহীতে ১০ জন, ময়মনসিংহে ১১ জন, সিলেটে ২৩ জন, রংপুরে ০৫ ও বরিশালে ০৮ জন মারা গেছেন।

উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

/এসএইচ

Exit mobile version