Site icon Jamuna Television

আফ্রিকায় ছড়িয়ে পড়েছে উচ্চ সংক্রামক মারবার্গ ভাইরাস

নতুন ভাইরাস মারবার্গ । ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের তাণ্ডবের মধ্যেই আফ্রিকায় ছড়িয়ে পড়েছে উচ্চ সংক্রামক নতুন এক ভাইরাস। পশ্চিম আফ্রিকার দেশ গিনি, সিয়েরা লিয়ন ও লাইবেরিয়ায় শনাক্ত হয়েছে মারবার্গ নামের ভাইরাসটি।

মঙ্গলবার (১০ আগস্ট) গিনিতে আক্রান্ত এক ব্যক্তির মৃত্যুর কথাও নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিভিন্ন প্রাণী বিশেষ করে বাদুর থেকে এ ভাইরাস ছড়িয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

গিনির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মারবার্গ ভাইরাসটি ইবোলার সমগোত্রীয়। রোগের উপসর্গের ক্ষেত্রেও মিল পাওয়া গেছে ইবোলার সঙ্গে। তীব্র জ্বর, মাথা ব্যথা, অবসাদ, পেট ব্যথার সাথে মাড়িতে রক্তক্ষরণের মতো ঘটনাও ঘটে মারবার্গ সংক্রমণে। বিশেষ কোনও চিকিৎসা না থাকায় উচ্চ সংক্রামক এ ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

এদিকে, ভাইরাস ছড়িয়ে পড়া রোধে ইতোমধ্যে পদক্ষেপ নিয়েছে গিনি সরকার। মারবার্গে মারা যাওয়া এক ব্যক্তির সংস্পর্শে আসা ১৫৫ ব্যক্তিকে রাখছে পর্যবেক্ষণে। জনসচেতনতা সৃষ্টিতেও উদ্যোগ নিয়েছে তারা। তবে নতুন এ ভাইরাসের সংক্রমণে উদ্বেগ দেখা দিয়েছে বিশ্বজুড়ে।

Exit mobile version