Site icon Jamuna Television

সেন্টমার্টিন্সে বড়শিতে ধরা পড়লো বিশালাকৃতির ভোল মাছ, বিক্রি হলো ৫০ হাজারে

বড়শিতে ধরা ভোল মাছটি ওজন ৭০ কেজি।

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের সেন্টমার্টিন্স দ্বীপে বঁড়শিতে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি ভোল মাছ। ধরা পড়ার পর উৎসুক লোকজন ভীড় জমায় মাছটি দেখতে।

গতকাল বুধবার (১১ আগস্ট) বিকেলে সেন্টমার্টিন উত্তর সৈকতে ৭০ কেজি ওজনের এই মাছটি ধরা পড়ে বলে জানা গেছে।

সেন্টমার্টিন্স ইউনিয়নের ইউপি সদস্য হাবিব খান জানান, গতকাল বুধবার দুপুরে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আব্দুর রহমান সেন্টমার্টিন্স দ্বীপের উত্তর সৈকতের সাগরে বড়শি ফেলে। বিকেল ৪ টার দিকে তার বড়শিতে বিশাল আকৃতির মাছ ধরা পড়লে মাছটি কুলে তুলতে গিয়ে মারাত্মক বিড়ম্বনায় পড়েন আব্দুর রহমান। আধা ঘন্টা চেষ্টার পর মাছটি পাড়ে আনেন তিনি।

আব্দুর রহমান জানান, বেশ কয়েক বছর আগে ২০৭ কেজির একটি ভোল মাছ ধরা পড়েছিল বশির মেম্বারের বড়শিতে। তারও আগে ১৬০ কেজির ভোল মাঝ ধরা পড়ে ছালামত উল্লাহ নামে এক ব্যক্তির বড়শিতে।

দ্বীপবাসীর কাছে এই মাছটি ভোল মাছ হিসাবে পরিচিত। পরে মাছটি ওজন করে ৭০ কেজির কিছু বেশি হয় বলে তিনি জানান। বিকেলেই মাছটি স্থানীয় তিনজন মাছ ব্যবসায়ীর কাছে ৫০ হাজার টাকায় বিক্রি করে দেন আব্দুর রহমান। সন্ধ্যায় সেন্টমার্টিন্স বাজারে ঐ ব্যবসায়ী প্রতি কেজি এক হাজার টাকা দরে মাছটি বিক্রি করেন। মাছটির অর্ধেক ভাগ করে দ্বীপের বাসিন্দারা তা কিনে নেন।

/এসএইচ

Exit mobile version