Site icon Jamuna Television

রাজশাহীর টিকাকাণ্ডে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের কারণ দর্শানোর নোটিশ

টিকাকাণ্ডে তানোর ও বাগমারা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের কারণ দর্শানোর নোটিশ। ফাইল ছবি

রাজশাহীতে টিকাকাণ্ডে তানোর ও বাগমারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা সিভিল সার্জন দফতর।

বুধবার (১১ আগস্ট) বিকেলে পাঠানো কারণ দর্শানোর নোটিশে আগামী তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে ।

প্রসঙ্গত, গত ১০ আগস্ট পৌর সদরের নিজ সরকারী বাসায় টিকা নেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা (টিএইচও) বার্নাবাস হাঁসদাক চেয়ারম্যানের বাসায় ২য় ডোজের টিকা দিতে পোর্টার নিশান মণ্ডল ও ইপিআই মেডিকেল টেকনিশিয়ান জহির উদ্দিনকে পাঠান। সেখানে চেয়ারম্যান এর শরীরে টিকা পুশ করেন পোর্টার নিশান মণ্ডল।

এছাড়া, গত ৭ আগস্ট রাজশাহীর বাগমারায় ওয়ার্ড পর্যায়ে টিকাদান কর্মসূচির উদ্বোধনীতে স্থানীয় এক বৃদ্ধের শরীরে টিকা পুশ করেন রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। সেখানে বাগমারার টিএইচও ডা. গোলাম রাব্বানীও উপস্থিত ছিলেন।

এই দু’টি ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়।

সিভিল সার্জন দফতর জানিয়েছে, প্রশিক্ষিত না হয়েও ইঞ্জিনিয়ার এনামুল হক কীভাবে টিকা পুশ করলেন সেই ব্যাখ্যা চাওয়া হয়েছে বাগমারার টিএইচও’র কাছে।

অন্যদিকে, কিভাবে টিকাদান কেন্দ্রের বাইরে টিকা গেলো এবং পোর্টার টিকা পুশ করলেন সেটির ব্যাখ্যা চাওয়া হয়েছে তানোরের টিএইচও’র কাছে।

জেলার সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার বলেন, দু’টি ঘটনার ব্যাপারেই ব্যবস্থা নেয়া হচ্ছে।

Exit mobile version