Site icon Jamuna Television

বড়পর্দায় আসছে ‘শহরের উপকথা’

বড়পর্দায় আসছে 'শহরের উপকথা'

ছবি: সংগৃহীত

এবার বড়পর্দায় দেখা যাবে প্রয়াত কিংবদন্তি নাট্যকার বাদল সরকারকে। সিনেমার নাম ‘শহরের উপকথা’। মুখ্যভূমিকা অর্থাৎ বাদল সরকারের চরিত্রে দেখা যাবে শুভাশিস মুখোপাধ্যায়কে।

সম্প্রতি প্রকাশ্যে এলো তার সিনেমার লুক। তবে এই সিনেমাটি বাদল সরকারের বায়োপিক নয়। মূলত এটি তার ‘বাকি ইতিহাস’ নাটককে কেন্দ্র করেই তৈরি করা হয়েছে। গল্পের স্বার্থে যুক্ত হয়েছে আরও নানা সাবপ্লট।

সিনেমার প্রধান চরিত্রে দেখা যাবে টালিউড অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়কে। সিনেমার পরিচালনা করেছেন বাপ্পা। পরিচালক জানিয়েছেন ওটিটি নয়, বড়পর্দাতেই আসছে ‘শহরের উপকথা’।

এনএনআর/

Exit mobile version